কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে উপজেলার হরুয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয় মাত্র কয়েক বছরের শিশু মোঃ আইমান (পিতা: মোঃ রবিউল, গ্রাম: কশামি দক্ষিণ পাড়া)। শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যার দিকে তার বাবার কাছে এক ফোন কল আসে—“আপনার সন্তান মাদ্রাসায় নেই।”
এরপর শুরু হয় চরম উৎকণ্ঠা আর ছুটোছুটির মাঝখানে আইমানকে খুঁজে বের করার চেষ্টা। কিন্তু রাত ৯টার দিকে আসে এক হৃদয়বিদারক সংবাদ—আইমান নানাবাড়িতে গলায় ফাঁ’স দিয়েছে!
পরিবার ছুটে গিয়ে দেখে, সত্যিই ছোট্ট আইমান ঝুলে আছে। ঘটনাস্থলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটির মরদেহ বরুড়া থানায় রয়েছে।
এই ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে—এটি কি সত্যিই আত্মহত্যা? নাকি এর পেছনে রয়েছে কোনো নির্মম স্বরযন্ত্র? পরিবার ও এলাকাবাসীর দাবি, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।
শিশু আইমানের মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও সচেতন মহল দ্রুত তদন্ত ও সঠিক বিচারের দাবি জানিয়েছে।
আল্লাহ তাআলা এই নিষ্পাপ শিশুকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।