নেতার চেয়ে চামচা বড়, অনেক বড় মাথা, ১৭ বছর গর্তে ছিল, এখন তারা অনেক বড় নেতা’ বিএনপিতে সুবিধাবাদী নেতাদের নিয়ে এমনই উক্তি করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হেলেন জেরিন খান বলেন, ‘৫ আগস্টের পর বিএনপিতে নতুন নতুন নেতা জন্ম নিয়েছে। তাদের আগে দেখা যায়নি। এখন বড় বড় ছবি ব্যানার দিয়ে বড় নেতার ভাব নিচ্ছেন। মূলত এরাই প্রতারক, ভণ্ড আর সুবিধাবাদী। তারা দলে যোগ দিয়ে চাঁদাবাজি আর দালালি করছে। তারা মানুষকে জিম্মি করে ক্ষতিগ্রস্ত করছে। তাদের জায়গা বিএনপিতে হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতি হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া আর তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শের রাজনীতি। একজন আদর্শিক কর্মী হিসেবে জীবনের শেষ রক্ত বিন্দু থাকা অবস্থায় এ আদর্শকে টিকিয়ে রাখবো। কোন অপশক্তি বিএনপিকে ধ্বংস করতে পারবে না।’
এসময় রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবান করেন। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কে.এম তোফাজ্জেল হোসেন ছান্টু খান, জেলা যুব মহিলা দলের আহবায়ক লাইজু আক্তার, সদস্য সচিব মুনমুন আক্তার, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান প্রমুখ।
সভা পরিচালনা করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি সরোয়ার। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।